আপনার পরবর্তি ঠিকানা হোক kalimpong জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম Samthar
Kalimpong জেলার Samthar, CHARKHOL, North Bengal Tourism, offbeat North Bengal, Lolegao
পাহাড়ে ঘেরা, সবুজে ঢাকা সাজানো এক ছোট্ট জনপদ সামথার খাশমহল,পণবু থেকে একটু উপরে বনেদী এই পাহাড়ি গ্রাম বেরিয়ে পড়ার এক পুরোনো ঠিকানা। কালিংপঙ জেলার এই ছোট্ট এলাকা পর্যটন মানচিত্রের বরাবরই আকর্ষণ পাশাপাশি লাগোয়া চারখল গ্রাম।
সামথার-চারখোল পাশাপাশি যেন যমজ ভাই,প্রাকৃতিক সৌন্দর্য্য কেউ কারোর কম যায় না। আর রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ফরেস্টের মধ্যে আধুনিক হোম স্টে "গ্রীন ক্যানভাস" এর অপূর্ব পরিষেবা।
৫মিনিট ফরেস্টের মধ্যে হাঁটা পথে পাবেন পাহাড়ি ঝর্না "মন্দিরখোলার"পাহাড়ি ছন্দ।
আর এই হোম স্টের একদম কাছেই সানসেট পয়েন্ট, নিশ্চিত করে বলতে পারি মেঘমুক্ত দিনে এরকম মনোরম সূর্যাস্তের দৃশ্য আপনাকে বারে বারে ফিরে আসতে হবে। আপনাকে স্বাগত জানাবে নানা রঙের ফুলের মেলা, অজানা নানা অর্কিডের ফুল, জানা অজানা কত পাখি আর অবশ্যই পর্বত রানী কাঞ্চনজঙ্ঘা। আকাশ ভরা মেঘ, আর মেঘের মাঝে যুবক পাহাড়ের দল ৷ হোমস্টের ব্যালকনিতে বসে উপভোগ করুণ নিঃশব্দ পৃথিবীর নৈসর্গিক সবুজায়ন আর অবশ্যই সূর্যোদয় , সূর্যাস্তের মনোরম দৃশ্য!! ভোর বেলায় পাখীর শিসের কোলাহলে আপনার ঘুম ভেঙে যাবে।
যারা একটু পায়ে হেঁটে ঘুরতে চান তারা চারখোল গ্রাম অনায়াসেই ঘুরে আসতে পারেন। সামান্য দূরে সানরাইস পয়েন্ট ফরেস্ট ট্রেক করে পৌঁছে যেতে পারেন। এছাড়া এখানে পাহাড়ি গ্রাম ঘুরুন ওদের সবুজ আতিথিয়তা গ্রহণ করুন, অর্গানিক দুগ্ধজাত প্রোডাক্ট সংগ্রহ করুন। কথা দিচ্ছি গ্রীন ক্যানভাসের পরিষেবা আর প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে আবার ফিরিয়ে আনবে।
#Kalimpong জেলার Samthar, CHARKHOL #North Bengal Tourism, #offbeat North Bengal, #Lolegao